Khoborerchokh logo

সাঘাটায় করোনা কালীন শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা 55 0

Khoborerchokh logo

সাঘাটায় করোনা কালীন শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা

আনোয়ার হোসেন,সাঘাটা (গাইবান্ধা) থেকে:
গাইবান্ধার সাঘাটায় -হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় করোনা কালীন শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় অফিসার ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা  পিস ফেসিলেটটর গ্রুপ এর আয়োজনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নবাব আলী সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়   বক্তব্য রাখেন,  দি-হাঙ্গার প্রজেক্ট এর রংপুর অঞ্চল সমন্বয়কারী রাজেশ-দে,পিস ফেসিলেটটর গ্রুপ এর সদস্য সামছুল হক সরকারের, সাঘাটা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হিরু, কমিউনিস্ট পার্টির  সাঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেস্বর বর্মণ,সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, অবসর প্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাক, সুজনের সাঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহ আলম, সাঘাটা প্রেসকক্লাব সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান,সহকারী অধ্যাপক সামছুজ্জোহা,শিক্ষক হেলাল,সমাজ সেবক এটিএম রেজাউল করিম,শিক্ষক আমজাদ হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন রানা সোয়াবুর রহমান প্রমূখ।
বক্তারা শিক্ষার করোনা কালীন সৃষ্ট সংকট ও উত্তরণের উপায় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, করোনা কালীন শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে নানা ধরণের দৈন্যদশা শুরু হয়েছে । এ কারণে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় দেশে আগামী প্রজন্ম মেধা শুন্য হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে । এই সংকট  উত্তরণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার মান উন্নয়নে করার দাবি জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com